ট্রাভেলস ব্যবসায় সিন্ডিকেট ভাঙ্গা ও উন্নয়নের জন্য আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ

আটাব নির্বাচন ২০১৭-১৯
 ঢাকা: দেশে সবমিলিয়ে প্রায় তিনহাজারের মতো ট্রাভেলস এজেন্সী রয়েছে। অথচ ব্যবসা করতে পারছে হাতে গোনা আট থেকে দশটির মতো এজেন্সী। বেশিরভাগ এজেন্সীই বিভিন্ন এয়ারলাইন্স থেকে সরাসরি টিকেট কিনে ব্যবসা করতে পারছে না। পুরো ট্রাভেলস ব্যবসাটি একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রতিনিয়তই নানা ধরণের অহেতুক হয়রানির শিকার হচ্ছেন ট্রাভেলস ব্যবসায়ীরা। এটি কোনভাবেই হতে পারে না। কথাগুলো বলছিলেন ট্রাভেলস এজেন্সীগুলোর সংগঠন আটাবের আসন্ন নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্রচার কমিটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের।

ড. আব্দুল্লাহ আল নাসের
চেয়ারম্যান, প্রচার কমিটি, আটাব গণতান্ত্রিক
সচেতন পরিষদ
ট্রাভেলস ব্যবসায়ীদের এই দশার মূল কারণ তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন আটাব গতিহীন ও অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি আটাবকে  স্বেচ্ছাচারী ও শুধুমাত্র গুটি কয়েক ব্যাক্তির লাভের প্রতিষ্ঠানে পরিণত করেছেন, বলেন আব্দুল্লাহ আল নাসের। আটাবকে দুর্নীতিমুক্ত ও গতিশীল করে সদস্যদের স্বার্থ উদ্ধারে কার্যকরী উদ্যোগ নিতে আসন্ন নির্বাচনে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের বিকল্প নেই।
 সচেতন আটাব সদস্যগণ আসন্ন ১১ নভেম্বর আটাব নির্বাচনে বায়রার সাবেক মহাসচিব ও আওয়ামী লীগ নেতা মনছুর আহমেদ কালামের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের যোগ্য প্যানেলকেই রায় দিয়ে জয়যুক্ত করবেন।
আসন্ন আটাব নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ে নির্বাচনী  মাঠে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের বিপরীতে রয়েছেন বর্তমান সভাপতি, , এস. এন মুঞ্জুর মোর্শেদের (মাহাবুব)আটাব গণতান্ত্রিনক  ঐক্য ফ্রন্ট
ড. আব্দুল্লাহ আল নাসের বলেন এভাবে আটাবের কার্যক্রম চলতে দেয়া যায়না, সময় এসেছে পরির্বতনের, আটাবের সদস্যরা এখন পরির্বতন দেখতে চায়। বিস্তারিত দেখুন নীচের ভিডিওতে:
 

মন্তব্যসমূহ

  1. Vivo Casino Site
    Enjoy Vivo online casino 메리트 카지노 주소 and experience an exciting online gambling experience. Vivo งานออนไลน์ Casino is a high-quality online casino with a focus on customer  Rating: 4.8 · ‎18 votes · choegocasino ‎Free · ‎Game

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন